বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নড়াইলে মাদকসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার  

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে মাদকসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার  

নড়াইলে মাদকসহ ১৩ মামলার আসামি সাগর দাসকে (৪২) মাদকসহ গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে নড়াইল পৌরসভার কুড়িগ্রামের মৃত বসন্ত দাসের ছেলে। 

পুলিশ জানায়, গত রোববার রাতে ওসি ডিবির তত্ত্বাবধানে নড়াইল পৌরসভার কুড়গ্রামের রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার নামে নড়াইল সদর থানায় ১২ টি মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ টি মামলা রয়েছে।

পেশায় ভ্যানচালক ছিলেন সাগর দাস। ডিবি পুলিশের ওসি সাজুেদর বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

টিএইচ